আমাদের সম্পর্কে

'বিতর্ক-একটি তার্কিক সংগঠন' আজ যা ভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় তা ভাবে আগামীকাল

তৃতীয় বিশ্বের দেশে বুদ্ধিবৃত্তিক চর্চার পশ্চাৎপদতাই বহুদৃষ্ট দৃশ্য। সেই ক্ষেত্রটির উন্নয়নে কাজ করার কর্তব্য ছাত্রদেরই। সে কর্তব্য সম্পাদনেই জগন্নাথ হলের শিক্ষার্থীরা প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রথম হলভিত্তিক বিতর্ক সংগঠন "বিতর্ক-একটি তার্কিক সংগঠন"। নব্বইয়ের দশকে যাত্রা শুরু করে নিরবচ্ছিন্ন পথচলায় "বিতর্ক" বহু কৃতধী ব্যক্তির সঙ্গ পেয়েছে। ত্রিশ বছর ধরে জগন্নাথ হল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের বিতর্ক অঙ্গনে সার্থক পদচারণা রেখে যাচ্ছে "বিতর্ক-একটি তার্কিক সংগঠন"। বিভিন্ন সময়ে এই ক্লাবের হাত ধরে উঠে আসা বিতার্কিকদের কথার মূর্চ্ছনা বহু মানুষকে মুগ্ধ করেছে। অনেকেই আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন। স্বর্ণালী অতীতকে বুকে ধারণ করেই বর্তমানের জ্বলজ্বলে গল্প বুনে যাচ্ছি আমরা।

Explore Now