কিছু কথা
"যুক্তিযুদ্ধে সব্যসাচী, চেতনায় অনির্বাণ" স্লোগানকে সামনে রেখে ১৯৯২ সালে যাত্রা শুরু করে "বিতর্ক-একটি তার্কিক সংগঠন"। ত্রিশ বছর পেরিয়ে এ সংগঠন বহু কৃতি মানুষের পদচারণায় ধন্য হয়েছে। যুক্তিবাদী মনন গঠনের লড়াইয়ে সামিল হয়ে 'বিতর্ক' জগন্নাথ হলের বিতার্কিকদের মিলনক্ষেত্র তৈরি করেছে।
বিভিন্ন সময়ে বিতর্ক উৎসব,কর্মশালাসহ নানা আয়োজনের মাধ্যমে আমাদের সংগঠন বিতর্ক অঙ্গনে সুস্পষ্ট অবদান রেখে যাচ্ছে। আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা কিংবা অন্তঃহল বিতর্ক উৎসব ছাড়াও ইন্দো-বাংলা বিতর্ক উৎসব আয়োজনের মতো কৃতিত্বও রয়েছে "বিতর্ক-একটি তার্কিক সংগঠন" এর।
টিভি বিতর্কে সাফল্যমণ্ডিত পদচারণা এই সংগঠনের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। শুধু জগন্নাথ হলই নয় বরং পুরো বাংলাদেশে বিতর্কের প্রচার-প্রসারে আমাদের বর্তমান ও প্রাক্তন বিতার্কিকরা কাজ করে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ হলে মুক্তবুদ্ধি ও যুক্তির চর্চায় "বিতর্ক-একটি তার্কিক সংগঠন" সবসময় কাজ করে যাবে।
Leave a comment